শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—আগামী ১ আগস্ট থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে এবং সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনকি শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি।

কোথা থেকে এ গুজবের সূত্রপাত?রিউমর স্ক্যানার জানায়, সাম্প্রতিক কোনো সরকারি নোটিশ, প্রজ্ঞাপন বা গণমাধ্যম রিপোর্টে শনিবার ছুটি বাতিলের কোনো তথ্য পাওয়া যায়নি। মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এমন কিছু নেই।

তারা জানায়, আগে ঈদের আগের দুটি শনিবার—১৭ ও ২৪ মে—বিশেষ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল, কারণ ১১ ও ১২ জুন সরকার নির্বাহী আদেশে ছুটি দিয়েছিল। সেই প্রেক্ষাপটে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে সেটি ছিল সুনির্দিষ্ট তারিখ ও প্রয়োজনে ভিত্তিক সিদ্ধান্ত, স্থায়ী নয়।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির বক্তব্যএ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, “আমার জানা মতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।”

মাউশির কলেজ ও প্রশাসন উইংয়ের উপপরিচালক মো. নুরুল হক সিকদার বলেন, “আমি ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে আমাদের কাছে এমন কোনো নির্দেশনা আসেনি। সিদ্ধান্ত নিলে তা মন্ত্রণালয় থেকেই আসে।”

আসল খবর কী?বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে। তাই ১ আগস্ট থেকে শনিবার স্কুল-কলেজ খোলা রাখার কোনো সিদ্ধান্ত নেই।

পরামর্শ:সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে তথ্য নিশ্চিত করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*