কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস!

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে বড়সড় ছন্দপতনের পর এখনও স্বাভাবিক হয়নি টুরিস্ট ভিসা ইস্যু প্রক্রিয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া ভারতীয় ভিসা কার্যক্রম এখনও পুরোদমে চালু হয়নি। যদিও জরুরি ও মেডিকেল ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছে, তবে সাধারণ টুরিস্ট ভিসা কবে চালু হবে—এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পটভূমি: কীভাবে বন্ধ হলো ভিসা?গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিলে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমে আসে। এরপর অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছুটা সম্পর্ক উন্নতি হলেও ভিসা জটিলতা কাটেনি।

ভারতীয় হাই কমিশনের সর্বশেষ অবস্থানআগস্টের মাঝামাঝি সীমিত পরিসরে খুলে দেওয়া হয় কিছু ভিসা আবেদন কেন্দ্র।

১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়—শুধু জরুরি ও মেডিকেল ভিসা দেওয়া হবে।

টুরিস্ট ভিসা আপাতত বন্ধ।

সামাজিক মাধ্যমে গুজবসাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে, আগামী মার্চ থেকে বাংলাদেশিদের টুরিস্ট ভিসা ইস্যু করবে ভারত।তবে ভারতীয় হাই কমিশনের ভিসা উইং বলছে—

“টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নির্দেশনা আসেনি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*