বিছানায় প্রেমিকাকে নিয়ে শুয়ে স্বামী, ঘরে ঢুকে ঝড় তুললেন স্ত্রী, ছুড়ে মারলেন টেবিল ফ্যান! ভাইরাল ভিডিয়ো

বন্ধ কামরায় খাটের মধ্যে শুয়েছিলেন তরুণ এবং তাঁর প্রেমিকা। হঠাৎ এক বান্ধবীকে সঙ্গে দিয়ে সেখানে হানা দিলেন সেই তরুণের স্ত্রী। ঘরে ঢুকেই ঝড় তুলে দিলেন তিনি। টেবিল ফ্যান তুলে পেটালেন স্বামী এবং তাঁর প্রেমিকাকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরে বিছানার উপর হেলান দিয়ে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর পরনে লুঙ্গি এবং স্যান্ডো গেঞ্জি। বিছানার অন্য দিকে এক মহিলা উপুড় হয়ে শুয়ে রয়েছেন। এক মনে ফোন ঘাঁটছেন তিনি। এমন সময় এক বান্ধবীকে নিয়ে সেখানে পৌঁছে যান যুবকের স্ত্রী। ঘরে ঢুকেই চিৎকার করতে শুরু করেন তিনি। শুরু করেন মারধরও। স্ত্রীকে আটকাতে চেষ্টা করেন স্বামী। কিন্তু ব্যর্থ হন। ঘরে থাকা একটি টেবিল ফ্যান তুলে স্বামী এবং তাঁর প্রেমিকাকে মারতে শুরু করেন। অনেক চেষ্টা করেও তাঁকে শান্ত করা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ। হঠাৎ করে পরকীয়ার ঘটনা এত বেড়ে গেল কী করে?’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*