যদি সত্যিই ২০০-৩০০ শিক্ষার্থী মারা যান, তবে তাদের অভিভাবকরা কি চুপ করে থাকবে?

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই দুর্ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) এ প্রসঙ্গে একটি পোস্ট দেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে। সেখানে তিনি প্রশ্ন তোলেন—“যেখানে প্রতিটা ছাত্র-ছাত্রীর অভিভাবক আছেন, তারা যদি তাদের সন্তান বুঝে না পান, তবে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ বা সাহস আছে কি এখনকার বাংলাদেশে?”

তিনি আরও বলেন, “যদি সত্যিই দুইশ বা তিনশ শিক্ষার্থী মারা যান, তবে তাদের অভিভাবকরা কি চুপ করে থাকবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তারা কোনো আওয়াজ তুলবেন না?”

এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, দুর্ঘটনার প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*