টাইটানিক নায়িকা আরও যেসব ছবিতে পোশাক খুলেছিলেন

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইটানিক’ দেখেননি বা নাম শুনেননি এমন মানুষ পাওয়া যাবে না। সেই ১৯৯৭ সাল থেকে আজও শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিতে আলোড়ন তুলেছিল নায়িকা কেট উইন্সলেটের পোশাক খোলার দৃশ্য।

 

ধু এখানেই নয়, আরও অনেক ছবিতেই নগ্ন দৃশ্যে আলোড়ন তুলেছেন কেট।

আজ আপনাদের জানাবো এই ‘টাইটানিক’ সিনেমার নায়িকা আর কোন কোন সিনেমার পোশাক খুলেছিলেন। আসুন তাহলে জেনে নেয়া যাক :

* ‘হেভেনলি ক্রিচার্স’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।

* ‘জুড’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।

* ‘হাইডিয়াস কিনকি’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।

* ‘হোলি স্মোক’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।

* ‘কুইল্স’-এটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে।

* ‘আইরিশ’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে।

* ‘লিটল চিল্ড্রেন’-এটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*