
আজ দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মোট ৮টি ইউনিট সেখানে কাজ করছে।
বিধ্বস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ এবং আহত অবস্থায় বেশ কয়েকজন ব্যক্তি পড়ে আছেন।
দুর্ঘটনায় ৩২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Leave a Reply