মিথিলা বললেন সৌরভকে সব খাইয়েছি, ওরটা অনেক বড়

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এ কাজ করতে গিয়ে সেখানকার অভিনেতা সৌরভের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠেছে ঢাকার অভিনেত্রী মিথিলার। সেই বন্ধু সৌরভ ঢাকায় আসেন। এসেই মিথিলাকে ফোন। এরপর দুই বন্ধুর আড্ডা ও ঘুরাঘুরি।

মিথিলা বললেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে।’

তা কি কি পদ দিয়ে সৌরভের মেহমানদারি হলো? মিথিলার উত্তর, পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। ওর শুঁটকি ভীষণ পছন্দের। যার ফলে শুঁটকির প্রতি ওর আগ্রহ ছিল। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।’

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন সৌরভ। ঢাকায় নামার পর সৌরভ দাসের সঙ্গে মিথিলার কথোপকথন হয়।বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন ওপার বাংলার বধূ। এখন সেখানেই সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। দুজনের রসায়নও বেশ জমে উঠেছে। মন্টু পাইলট-২ দিয়ে নজর কেড়েছেন সৌরভ-মিথিলা। দুজনের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক।

মিথিলা জানান, ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপেরও। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল।

বাংলাদেশে আসার পর সৌরভকে প্রায় সব নামি খাবার খাইয়েছেন মিথিলা। মিথিলা জানান, ‘বাসায় দাওয়াত করে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি সৌরভকে। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*