
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। এদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
খেলা দেখার ফাঁকে মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেছে ব্রডকাস্টার চ্যানেল টি-স্পোর্টস। সেখানে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। উঠে আসে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে না পারা ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গও।
মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’
মির্জা ফখরুলের কাছে তার প্রিয় ক্রিকেটারের সম্পর্কেও জানতে চাওয়া হয়। তার জবাবে বিএনপির নেতা জানান, তার পছন্দ মুশফিকুর রহিম। কাকতালীয়ভাবে এদিন খেলা দেখতে ছেলেকে নিয়ে মিরপুরের মাঠে হাজির হয়েছিলেন মুশফিকও।
কথা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ক্রিকেটের সঙ্গে কত গভীর সম্পর্ক তার। নিজেও একসময় খেলেছেন ক্রিকেট। এমনকি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যও।
আলাপচারিতার মাধ্যমে বোঝা গেছে, ২০১২ এশিয়া কাপের ফাইনালেই সবশেষ বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন মির্জা ফখরুল। সেবার পাকিস্তানের কাছে ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার জয়ের তৃপ্তি নিয়েই ফিরতে পেরেছেন বিএনপি মহাসচিব।
Leave a Reply