মাঝআকাশে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ শ্রদ্ধা কাপুর! ভাইরাল ভিডিও দেখে কেন চটলেন রবিনা ট্যান্ডন?

শ্রদ্ধা কাপুর যে রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন, এখবর বলিউডে নতুন নয়! বহুবার একসঙ্গে তাঁদের কফিশপ, রেস্তরাঁ থেকে প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে জুটিতে দেখা গিয়েছে তারকাজুটিকে। সেই ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাজ্জিরা। কিন্তু তাই বলে, মাঝআকাশে প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার অন্তরঙ্গ মুহূর্ত লেন্সবন্দি করতে হবে? প্রতিবাদ ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’ রবিনা ট্যান্ডনের।

মাঝআকাশে প্রেমিকের সঙ্গে শ্রদ্ধা কাপুর। ভাইরাল ভিডিওতে দেখা গেল, অন্তরঙ্গ কথোপকথনে মজে দুজনে। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই তাঁদের। শ্রদ্ধা তাঁর মোবাইলের স্ক্রিন দেখিয়ে কিছু একটা আলোচনা করছিলেন প্রেমিকের সঙ্গে। আর সুযোগ বুঝে সেলেবজুটির এহেন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন জনৈক বিমানসেবিকা। আর সেটা দেখেই রাগে ফেটে পড়েছেন রবিনা ট্যান্ডন। অতঃপর ওই ভিডিওর কমেন্ট সেকশনেই এহেন কুকীর্তি নিয়ে প্রতিবাদে গর্জে উঠচে পিছপা হননি ‘তু চিজ বড়ি হ্যায় গার্ল’। তারকা বলে কি কোনও ‘গোপনীয়তা’ বজায় থাকবে না? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। রবিনার মন্তব্য, “এটা তো কারও গোপনীয়তা লঙ্ঘন করা। এহেন কাজ করার আগে ক্রুদের এই নিয়মটা ভালোভাবে জানা উচিত ছিল। সম্মতি নিতে হত ওদের কাছ থেকে। বিমানের ক্রু মেম্বারদের কাছ থেকে এহেন কর্মকাণ্ড একেবারেই অপ্রত্যাশিত।” অভিনেত্রীর মন্তব্যে সায় দিয়েছেন অনেকেই।

 

প্রসঙ্গত, রাহুল মোদী, যিনি ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো ছবিতে কাজ করেছেন। তিনি পেশায় একজন লেখক। চব্বিশ সালে আম্বানিপুত্রের বিয়েতেও শ্রদ্ধা-রাহুলকে একসঙ্গে দেখা গিয়েছিল। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। তারপর থেকেই একে-অপরকে ডেট করছেন তাঁরা। অতীতে একবার দুজনে জুটিতে একটি ছবিও শেয়ার করেছিলেন। সেই ছবির ক্যাপশনেই শ্রদ্ধা যা লেখেন, তাতে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রী কোনওরকম কুণ্ঠাবোধ না করেই সদর্পে লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি। এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি যে তিনি রাহুল মোদির সঙ্গে প্রেম করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*