
দেড় বছর আগে এক ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের পূর্ব পাশের জায়ান্ট স্ক্রিন। দেড় বছর পেরিয়ে গেলেও স্থায়ীভাবে আর লাগানো হয়নি সেই স্ক্রিন। সবশেষ বিপিএলে ভাড়ায় স্ক্রিন এনে কাজ চালানো হয়েছিল। পাকিস্তান সিরিজেও ভাড়ায় আনা হয়েছে স্ক্রিন। বাঁশ দিয়ে সেটাই এখন স্থাপনের কাজ চলছে।
এদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা যৌথভাবে ট্রফির উদ্বোধন করেন।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সাফল্য পাওয়ায় সে স্কোয়াডের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। কোনো পরিবর্তন ছাড়াই সেই দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উল্লেখযোগ্যভাবে, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
উক্ত সিরিজে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে এসেছে দৃশ্যমান উন্নতি। দুই ওপেনার রান পেয়েছেন নিয়মিতভাবে, আর তিন নম্বরে ব্যাট করে আলো ছড়িয়েছেন অধিনায়ক লিটন দাস নিজেও। পাশাপাশি বোলাররাও রেখেছেন দারুণ অবদান, যা দলের সামগ্রিক সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
Leave a Reply