
প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, অথচ তাদের সামলাতেই হিমশিম খাচ্ছেন অনেকে; এর মধ্যেই বিএনপিকে খেপিয়ে কেউ কীভাবে মাঠে টিকে থাকবেন, তা তিনি জানেন না।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে ইলিয়াস লিখেছেন,”সমন্বয়ক সাহেবেরা এত চটে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজির বিষয়টি আমরাও তুলে ধরছি। কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া— কাউকেই ছাড়ছেন না। ঘটনা কী?”
তিনি আরও বলেন,”আওয়ামী লীগ এখন দেশে কার্যত নেই, তবু তাদের সামলাতেই হিমশিম খাচ্ছেন আপনারা। এই অবস্থায় বিএনপিকেও যদি চ্যালেঞ্জ করেন বা উত্তপ্ত করেন, তাহলে মাঠে কীভাবে থাকবেন?”
তবে নিজের বক্তব্যের শেষদিকে তিনি একটি সৌজন্যমূলক মন্তব্যও যোগ করেন—“তারপরেও দোয়া থাকলো, এগিয়ে যান।”
সামাজিক মাধ্যমে ইলিয়াস হোসেনের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply