
চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৮৮ লাখ ডলার করে দেশে আসছে। বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিলো ১৩১ কোটি ৯০ লাখ ডলার। এবছর একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ৭ দশমিক সাত শুন্য শতাংশ।
কেবল ১৬ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড।
আগের বছর এই অঙ্ক ছিল ২ হাজার ১৭০ কোটি ডলারের মতো। বিশ্লেষকরা মনে করেন, এই ধারা অব্যাহত থাকলে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেমিট্যান্স আয় ৩২ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
Leave a Reply