ছাত্রলীগের ৪ কর্মী নিহতের ঘটনাকে ঘিরে আ.লীগের বিক্ষোভ মিছিল, অতঃপর…

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের ৪ কর্মী নিহতের ঘটনাকে ঘিরে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল (বুধবার) রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ২নং পূর্ব দরবেশপুর ওয়ার্ডে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আকম রুহুল আমিনের বাড়ির সামনের সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে স্থানীয় জনতা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে তিন দফা হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের চার কর্মী নিহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*