
ফলাফল প্রকাশের পরই আপনি কি মনে করছেন আপনার নম্বর ঠিক আসেনি? তাহলে এখনই সময় নিজেকে প্রমাণের। কারণ, SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ আবেদন চলছে আর হাতে আছে মাত্র ২ দিন! ভুল নম্বরের কারণে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ আটকে যায়, আর সেই ভুলটা আপনি ঠিক করতে পারেন মোবাইলের কয়েকটি এসএমএসে।
বোর্ড চ্যালেঞ্জ কেন করবেন?অনেক সময় খাতায় সঠিকভাবে যোগফল না হওয়া, নম্বর তুলনায় ভুল, কিংবা উত্তরপত্র স্ক্যানিং জনিত ত্রুটির কারণে নম্বর কম আসে। প্রতিবছরই হাজার হাজার শিক্ষার্থী চ্যালেঞ্জ করে বাড়তি জিপিএ অর্জন করে।
ধাপ | করণীয় | উদাহরণ | প্রেরণের নম্বর |
---|---|---|---|
১ম SMS | RSC টাইপ করুন | RSC DHA 123456 101,107 | 16222 |
ফিরতি মেসেজ | ফি ও PIN নম্বর পাবেন | — | — |
২য় SMS | প্রাপ্ত PIN নম্বর ব্যবহার করে আবেদন নিশ্চিত করুন | — | 16222 |
প্রতি বিষয়ের জন্য ফি: ৳১৫০ বাংলা বা ইংরেজির মত দুটি পত্রবিশিষ্ট বিষয়েও একসাথে ১৫০ টাকাতেই আবেদন করা যাবে।
বোর্ড | কোড |
---|---|
ঢাকা | DHA |
চট্টগ্রাম | CHI |
রাজশাহী | RAJ |
কুমিল্লা | COM |
যশোর | JES |
বরিশাল | BAR |
সিলেট | SYL |
দিনাজপুর | DIN |
মাদ্রাসা | MAD |
কারিগরি | TEC |
বোর্ড | কোড |
ঢাকা | DHA |
চট্টগ্রাম | CHI |
রাজশাহী | RAJ |
কুমিল্লা | COM |
যশোর | JES |
বরিশাল | BAR |
সিলেট | SYL |
দিনাজপুর | DIN |
মাদ্রাসা | MAD |
কারিগরি | TEC |
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৫
আজ ১৬ জুলাই, অর্থাৎ হাতে সময় আর মাত্র ১ দিন। দেরি করলে সার্ভারে চাপ পড়তে পারে কিংবা মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে। তাই সময় থাকতে আবেদন করে নিন।
FAQ:প্রশ্ন: কীভাবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবো?উত্তর: টেলিটক সিম থেকে SMS পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রশ্ন: আবেদন ফি কত?উত্তর: প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দ্বি-পত্রীয় বিষয়ের জন্যও একবারেই দিতে হবে।
প্রশ্ন: কবে শেষ হবে আবেদন?উত্তর: আবেদনের শেষ সময় ১৭ জুলাই ২০২৫।
প্রশ্ন: চ্যালেঞ্জে নম্বর বাড়ার সম্ভাবনা কতটা?উত্তর: যদি নম্বর যোগে বা মূল্যায়নে ভুল হয়ে থাকে, তা সংশোধনের সুযোগ আছে। প্রতি বছর অনেক শিক্ষার্থীর নম্বর বাড়ে।
Leave a Reply