ভূতের সঙ্গে হলিউড অভিনেত্রীর ;সে;;ক্স;! ভিডিওসহ

ভূতের সঙ্গে যৌনকর্ম সেরেছেন বলে দাবি করেছেন হলিউড অভিনেত্রী ‘প্যারানরমাল অ্যাকটিভিটিস ২’ তারকা নাতাশা ব্লাসিক। শুধু তাই নয়, একই সঙ্গে পুরো ব্যপারটি তিনি দারুণ উপভোগও করেছেন বলে দাবি এই ২৪ বছর বয়সী তারকা।

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে নাতাশা জানান, ঘটনার দিন তিনি ঘরে একলা ছিলেন। হঠাৎ কিসের যেন শব্দ হলে দেখতে যেতেই প্রচণ্ড জোরে কেউ যেন তাকে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে অদৃশ্য সেই শক্তিটি যেন বিছানায় নিয়ে যায় ও ধর্ষণ করে।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাতাশা বলেন, ‘আমার মনে হলো কেউ যেন আমার ঘরে ঢুকেছে।তবে আমি কাউকে দেখতে পাইনি। হঠাৎ আমার মনে হয় কেউ যেন আমাকে স্পর্শ করেছে। সেই অদ্রশ্য হাতটা আমাকে জোর করে বিছানায় নিয়ে যায়। এরপর আমি আমার শরীরের ওপর একটা ভার অনুভব করি। অদৃশ্য শক্তিটি আমাকে ধর্ষণ করে।’
তিনি আরো বলেন, ‘প্রথমে আমি বিষয়টি নিয়ে হতবিহ্বল থাকলেও পরে পুরো বিষয়টি দারুণ উপভোগ করি।’
ওই ভূতের সঙ্গে যে নাতাশা একবারই এই কাজ করেছেন তা নয়। ঘটনার মাস খানেক পর ওই ভূত আবার তার টানে ফিরে এসেছিল বলেও দাবি তার।
ইউক্রেনীয় বংশদ্ভূত এই হলিউড তারকা জানান ভূতের সঙ্গে যৌনতার বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও তার সত্যিই এই অভিজ্ঞতা হয়েছে। তিনি ভূতে বিশ্বাস করেন বলেও অকপটে জানিয়েছেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*