
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে মাইনুদ্দীন (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযুক্ত মাইনুদ্দীন দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে তাকে এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দীন দীর্ঘদিন ধরে বায়েক ইউনিয়নে রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করে বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন মাইনুদ্দিনকে আটক করে। করব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউএনও তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেন।
ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, স্কুলছাত্রীদের ইভটিজিং করার দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইভটিজিং মুক্ত রাখার জন্য প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
Leave a Reply