১৩০০০ ফিট ওপর থেকে ঝাঁপ দেবচন্দ্রিমার, দুবাইতে গিয়ে কী কাণ্ড ঘটালেন বাঙালি অভিনেত্রী?

টেলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। একসময় বাংলা সিরিয়ালে তাঁর মিষ্টি মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শকেরা। বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে দেবচন্দ্রিমা পাড়ি দিয়েছেন হিন্দি টেলি দুনিয়াতেও। সেখানে সুহাগন চুড়েল ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে তিনমাসের মধ্যে সেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। এখন আপাতত সিরিয়াল থেকে দূরে। আর সময় পেলেই অভিনেত্রী বেড়িয়ে পড়েন ঘুরতে। আর এখন রয়েছেন সুদূর আবু ধাবিতে। সেখানে গিয়েই আকাশে ঝাঁপ মারলেন নায়িকা।

উঁচু থেকে পুরো জগতকে দেখার অনুভূতি একেবারেই আলাদা, আবার তা ভয়েরও বটে। তবে সেই ভয়কেই এবার জয় করলেন দেবচন্দ্রিমা। জানা যাচ্ছে দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘ফিল দ্য ফিয়ার, ডু ইট এনি ওয়ে।’ যার বাংলা অর্থ হল যেভাবেই হোক ভয়কে জয় করুন। অভিনেত্রী আসলে ‘স্কাই ডাইভিং’ করেছেন দুবাইতে গিয়ে। ভারতে এখনও এই অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরু হয়নি। দুবাইয়ে গিয়ে সাধারণত তারকারা স্কাই ডাইভিংয়ের আনন্দ নেন।

এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল সেখানকার এক মসজিদে ঘুরে বেড়াতে। তিনি সেই ছবি পোস্ট করে লিখেছিলেন ভগবানের কোনও ধর্ম হয় না। সেই ছবি পোস্টের পর অবশ্য তাঁকে দেদার ট্রোলের মুখে পড়তে হয়েছিল। দুবাইতে নিজের ভ্যাকেশন উপভোগ করছেন দেবচন্দ্রিমা। তিনি ঘুরতে ভীষণই পছন্দ করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই নজরে আসবে। হিন্দি সিরিয়াল করতে করতেই তাঁর কাছে সলমন খান সঞ্চালিত বিগ বস-এর প্রস্তাব আসলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বাংলা সিরিয়ালে ‘সাহেবের চিঠিতে’ শেষবার দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। এছাড়াও হইচই-তে পরিণীতা সিরিজেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।  সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অভিনেত্রী। এখন আপাতত সিঙ্গল রয়েছেন দেবচন্দ্রিমা। এর আগে দুটো সম্পর্কে জড়িয়েছিলেন, তবে সেই সম্পর্ক টেকেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*