সোহাগ হ/ত্যায় ফেঁ/সে গেলো নাহিদ ইসলাম। পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য ও অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, সোহাগ হত্যা মামলায় নাম জড়িয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা **নাহিদ ইসলাম**, যার পরিণামে তিনি তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিভিন্ন সরকারি কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন ([youtube.com][1])। তবে পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র কন্ঠে এই পদত্যাগের খবর গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হয় ([samakal.com][2])। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম ২৫ ফেব্রুয়ারি যমুনা টিভিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পদত্যাগপত্র দাখিল করেন এবং একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ([kalersomaj.com][3])। এ ঘটনায় রাজনৈতিক অস্বচ্ছতার মধ্যেও সত্যতা নিশ্চিত করতে সরকারি দফতর ও সংবাদমাধ্যমের ব্যতিক্রমী অবস্থান সাংবাদিক মহলে গুরুত্ব পাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*