লজ্জার রেকর্ড: মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ক্রিকেটবিশ্বের অন্যতম এই দল!

ক্রিকেট ইতিহাসে লজ্জার এক অধ্যায় রচনা করল ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার স্যাবিনা পার্কে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল ক্যারিবীয়রা। এই হার দিয়ে তারা শুধু সিরিজই হারাল না, বরং গড়ল একবিংশ শতাব্দীতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

অস্ট্রেলিয়া এই ম্যাচে জয় পেল ১৭৬ রানের ব্যবধানে, আর দখল নিল টেস্ট সিরিজেরও।

অস্ট্রেলিয়ার বোলিং তাণ্ডব
২০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধ্বংসের সূচনা হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম তিন উইকেট পড়ে যায় মাত্র শূন্য রানে, সেটিও এক মেডেন ওভারে! এরপর ক্যারিবীয়দের ইনিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অজি পেসার মিচেল স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়ে গড়েন দ্রুততম ফাইফারের রেকর্ড।
স্কট বোল্যান্ড নেন হ্যাটট্রিক, আর বোলিং স্পেলে ছিল ২ ওভারে ১ মেডেন ও মাত্র ২ রান।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল চরম বিপর্যস্ত। সর্বোচ্চ রান আসে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে, ১১ রান। বাকি কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

দ্বিতীয় ইনিংস বিশ্লেষণ (ওয়েস্ট ইন্ডিজ)
ব্যাটসম্যান রান বল আউট হওয়ার ধরন
ক্রেইগ ব্র্যাথওয়েট 0 3 বোল্ড (স্টার্ক)
টেগনারাইন শান্স 0 2 এলবিডব্লিউ (স্টার্ক)
জার্মেইন ব্ল্যাকউড 0 1 বোল্ড (স্টার্ক)
শাই হোপ 2 13 ক্যাচ আউট (স্টার্ক)
কাইল মেয়ার্স 0 5 এলবিডব্লিউ (স্টার্ক)
জাস্টিন গ্রিভস 11 24 বোল্ড (বোল্যান্ড)
(মোট রান: ২৭, সব উইকেট হারিয়ে)

টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ (শীর্ষ ৩)
দল রান প্রতিপক্ষ সাল
নিউজিল্যান্ড ২৬ ইংল্যান্ড ১৯৫৫
ওয়েস্ট ইন্ডিজ ২৭ অস্ট্রেলিয়া ২০২৫
দক্ষিণ আফ্রিকা ৩০ ইংল্যান্ড ১৮৯৬
ম্যাচ সারাংশ
ইনিংস দল রান
১ম অস্ট্রেলিয়া ২২৫
১ম ওয়েস্ট ইন্ডিজ ১৪৩
২য় অস্ট্রেলিয়া ১২১
২য় ওয়েস্ট ইন্ডিজ ২৭
ফলাফল:
অস্ট্রেলিয়া জয়ী, ১৭৬ রানে
সিরিজ ফলাফল:
অস্ট্রেলিয়া সিরিজ জয়ী

বিশ্লেষণ:
এই ম্যাচটি শুধু একটি জয় নয়, বরং টেস্ট ইতিহাসের পাতায় অস্ট্রেলিয়ার জন্য গর্ব, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এক নির্মম হতাশার স্মৃতি হয়ে থাকবে। অজিদের পেস আক্রমণ যেভাবে ছিন্নভিন্ন করেছে প্রতিপক্ষকে, তাতে বোঝা যায়—পুরনো অস্ট্রেলিয়া ফিরছে আবার সেই আগ্রাসী রূপে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*