পাসপোর্টে তথ্য বদলেই সর্বনাশ! বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নবায়ন নিয়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ভুল তথ্য বা পরিবর্তিত নাম-ঠিকানার কারণে অনেক প্রবাসী বড় ধরনের সমস্যায় পড়ছেন, এমনকি বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হচ্ছে— এমনটাই জানিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন থেকে জানানো হয়, বহু বাংলাদেশি দেশে গিয়ে পাসপোর্ট নবায়নের সময় নাম, বয়স, ঠিকানা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন করে থাকেন। কিন্তু মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষের ডেটাবেইসে থাকা পুরোনো তথ্যের সঙ্গে পাসপোর্টের নতুন তথ্য না মেলায় তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এ কারণে হাইকমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল পারভেজ প্রবাসীদের সতর্ক করে বলেছেন, “পাসপোর্ট নবায়নের জন্য দেশে না গিয়ে মালদ্বীপ থেকেই হাইকমিশনের মাধ্যমে এটি সম্পন্ন করাই উত্তম।” কারণ সংশোধিত পাসপোর্ট অনুযায়ী মালদ্বীপে ভিসা হালনাগাদ না করলে বিপদে পড়তে হতে পারে।

এই সমস্যা সমাধানে হাইকমিশন চালু করেছে ভ্রাম্যমাণ ই-পাসপোর্ট সেবা, যা এখন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও প্রবাসীবহুল এলাকায় পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা নিজ ঠিকানা ও তথ্য অপরিবর্তিত রেখেই সহজে পাসপোর্ট নবায়ন করতে পারবেন।

প্রবাসী কমিউনিটির নেতারা মনে করছেন, তথ্য সঠিক রাখা ও হাইকমিশনের পরামর্শ মেনে চললেই অনেক হয়রানি এড়ানো সম্ভব। বিশেষ করে যারা নতুন ই-পাসপোর্ট করতে যাচ্ছেন, তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যাতে পরবর্তীতে ইমিগ্রেশন জটিলতায় না পড়েন।

প্রবাসীদের প্রতি পরামর্শ:পাসপোর্টে ভুল তথ্য বা পরিবর্তন থেকে বিরত থাকুন। ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত সব তথ্য হালনাগাদ করুন হাইকমিশনের সহায়তায়। নয়তো, এক মুহূর্তের ভুলে দীর্ঘ প্রবাস জীবনে নেমে আসতে পারে অন্ধকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*