সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা, হতে চান ম্যাজিস্ট্রেট…

ক মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ডিগ্রি পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর শামীমা আক্তার। শামীমার এমন অর্জনে পরিবার, শিক্ষকরা আনন্দিত। কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

শামীমা আক্তার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শামীমা আক্তারের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বাগমারার বাইগাছা গ্রামে। সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির প্রথম সন্তান শামীমা।

জানা গেছে, শামীমা বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন শামীমা। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চান। শামীমাকে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নেয় শামীমা। সে সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে। শামীমা পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার লেখা পড়ায় ভালো। সে আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। আমরা তার আগামীর সফলতা কামনা করছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*