মাত্র ৪ দিন বাকি, এসএমএসেই করুন SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে ১০ জুলাই। এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ হলেও অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট। কেউ কেউ মনে করছেন, খাতা মূল্যায়নে ভুল হয়েছে বা নম্বর ঠিকমতো যোগ হয়নি। আর সেই কারণেই শুরু হয়েছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।

আপনার রেজাল্টে যদি সন্দেহ থাকে, তাহলে এখনই সময় নিজের প্রাপ্য দাবি আদায়ের—একটি এসএমএসেই বদলে যেতে পারে আপনার ফলাফল!

বোর্ড চ্যালেঞ্জ করবেন কীভাবে?SSC ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে হবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। নিচে ধাপে ধাপে প্রক্রিয়া জানানো হলো—

➤ ধাপ ১: প্রথম এসএমএস পাঠানোমেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:RSC <স্পেস> বোর্ড কোড <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোডউদাহরণ: RSC DHA 123456 101,107এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

➤ ধাপ ২: ফিরতি এসএমএসে তথ্য পাওয়াপ্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে মোট কত টাকা চার্জ লাগবে এবং একটি PIN নম্বর।

➤ ধাপ ৩: চূড়ান্ত নিশ্চিতকরণ এসএমএসRSC <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> মোবাইল নম্বরএই মেসেজও পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফি কত?প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বাংলা বা ইংরেজির মতো দুই পত্রের বিষয়েও একবারেই আবেদন করা যাবে—ফি থাকবে ১৫০ টাকা-ই।

SSC বোর্ড কোডসমূহ:ঢাকা: DHA

চট্টগ্রাম: CHI

রাজশাহী: RAJ

কুমিল্লা: COM

বরিশাল: BAR

সিলেট: SYL

যশোর: JES

দিনাজপুর: DIN

মাদ্রাসা: MAD

কারিগরি: TEC

আপনার কেন বোর্ড চ্যালেঞ্জ করা উচিত?অনেক শিক্ষার্থীর খাতা মূল্যায়নে প্রতিবছরই ভুল ধরা পড়ে। কখনও নম্বর যোগে গড়বড়, কখনও উত্তর বাদ পড়ে যায়। বোর্ড চ্যালেঞ্জ করার ফলে অনেকের জিপিএ বেড়ে গেছে, এমন নজির প্রচুর।

তাই যদি মনে করেন আপনার প্রাপ্ত নম্বর ঠিক হয়নি, তাহলে বিলম্ব না করে ১৭ জুলাইয়ের মধ্যেই আবেদন করে দিন।

✅ FAQs:প্রশ্ন: SSC বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হয়েছে?উত্তর: ১১ জুলাই ২০২৫ থেকে।

প্রশ্ন: আবেদনের শেষ তারিখ কবে?উত্তর: ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত।

প্রশ্ন: আবেদন কীভাবে করবো?উত্তর: টেলিটক নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে SMS পাঠাতে হবে।

প্রশ্ন: আবেদন ফি কত?উত্তর: প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা।

প্রশ্ন: দুই পত্র বিশিষ্ট বিষয়ে আবেদন করলে কত ফি দিতে হবে?উত্তর: একটি বিষয়ের জন্য ১৫০ টাকা, পত্র যতই হোক না কেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*