সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা

প্রথমবারের মতো গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। এবার পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা হবে:

১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%

৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%

১১তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫%

???? সর্বনিম্ন বেতন বাড়বে ৪,০০০ টাকা, আর সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত। ???? কেউই ৪,০০০ টাকার কম ভাতা পাবেন না।

নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হলে, বর্তমানে দেওয়া ৫% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে।

পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ব্যয়ের ভার সামলাতে উন্নয়ন বাজেট কিছুটা কমানো হবে। পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই এই ভাতা কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল বাস্তবায়িত হয়েছিল। এর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বাড়ায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা দাবি করে আসছিলেন।

এই দাবি পর্যালোচনা করে, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় গঠিত একটি কমিটি মহার্ঘ ভাতা প্রবর্তনের সুপারিশ করে। সেটিকে ভিত্তি করেই এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*