
শনিবার বিলাপ করতে করতে তিনি বলেন, ‘পরিবারের একমাত্র আয়ের লোককে ওরা খুন করেছে। এখন কিভাবে চলবে সংসার? দুই সন্তানের ভবিষ্যতের কী হবে? আমরা কিভাবে বেঁচে থাকব? কে আমাদের নিরাপত্তা দেবে? আমার সন্তান তার বাবাকে আর দেখবে না। আমার সব শেষ হয়ে গেছে।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার লাল চাঁদ ওরফে সোহাগের মরদেহ গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে বরগুনায় নিয়ে আসেন স্বজনরা। সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। গ্রামের বাড়িতে এখন চলছে মাতম।
স্বজনরা বলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্বজনদের ভাষ্য, লাল চাঁদ যখন সাত মাস বয়সী, তখন বজ্রপাতে মারা যান তার বাবা আইউব আলী। এরপর জীবিকার তাগিদে মা আলেয়া বেগম বরগুনা ছেড়ে ঢাকায় পাড়ি জমান। তখন থেকেই লাল চাঁদ ঢাকায় বসবাস করতেন।
স্বজনদের দাবি, মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে লাল চাঁদের সঙ্গে এলাকার একটি পক্ষের বিরোধ তৈরি হয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয় অভিযুক্ত ব্যক্তিরা। গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে লাল চাঁদকে আটক করে চাঁদার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়।
নিহত লাল চাঁদ স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরার কদমতলী এলাকায় কেরানীগঞ্জ মডেল টাউনে বসবাস করতেন। আজ শনিবার দুপুরে বরগুনার ইসলামপুর গ্রামে গিয়ে দেখা যায়, লাল চাঁদের স্ত্রী লাকি বেগম হাউমাউ করে কাঁদছেন। তাকে সান্ত্বনা দিতে গিয়ে কান্না থামাতে পারছিলেন না স্বজনরাও।
সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা পরিবারটির খোঁজখবর নিতে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিহত সোহাগ আমাদের দলীয় লোক। শোকাহত পরিবারটির পাশে আমরা আছি। আইনি ও আর্থিক সহযোগিতা করা হবে।’
লাল চাঁদের মেয়ে সোহানা বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের শাস্তি চাই। আমাদের নিরাপত্তার জন্য সরকারপ্রধানের কাছে আবেদন করছি—আমাদের পরিবারটিকে বাঁচান। হত্যাকারীরা আমাদের বাসা লুট করতে চেয়েছিল। জানি না, ঢাকায় গেলে আমাদের কী হবে!’
নিহত লাল চাঁদের বোন ফাতিমা দাবি করেন, ঘটনার দিন ভাই তাকে বলেছিল, ‘ওরা আমাকে বাঁচতে দেবে না।’ তার ভাইয়ের আশঙ্কা সত্যি হলো।
বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করা হবে। নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে।’
Leave a Reply