স্বপ্নের প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রনি, জন্মভূমিতে চিরনিদ্রা

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর এক সপ্তাহ পর দেশে ফিরল যশোরের শার্শা উপজেলার প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ। শুক্রবার (১১ জুলাই) বাগুড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের দাফন কাফনের জন্য ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে দুপুরের দিকে মরদেহ তার গ্রামের বাড়ি বাগুড়ী গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বাড়ির আঙিনায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জুম্মার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে গত ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তিনি সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত রনি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ছোট বোন এবং চার বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

এসকে/আরআই

সম্পর্কিত:

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেন হাত বাড়ালেই মিলছে মাদক। এলাকার বহু তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য অনেকে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর পুলিশ প্রশাসন আগের মতো সক্রিয় হতে পারেনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠে মাদক কারবারিরা। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে একজন মাদক বিক্রেতা আটক হয়। এতে অনেক কারবারি গাঁ ঢাকা দিয়েছে। তবে থেমে নেই তাদের কারবার। কৌশল পরিবর্তন করে তারা আবারও নেমে পড়েছে মাদক বেচাকেনায়। বর্তমানে এসব এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যাপক বিস্তার ঘটেছে।জাটিগ্রাম এলাকার এক সংখ্যালঘু পরিবারের সদস্য বলেন, ‘আমাদের বাড়ির সামনে প্রায়ই মাদকসেবিরা আড্ডা দেয়। আমরা সংখ্যালঘু পরিবারের লোক হওয়ায় ভয়ে তাদের কিছু বলতে পারি না।’একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় শীর্ষ এক মাদক কারবারি আছে। তার জন্য এলাকায় এখন মাদকে ছয়লাব হয়ে গেছে। প্রতি সপ্তাহে সে লাখ লাখ টাকার মাদক বিক্রি করে।’নাম প্রকাশে অনিচ্ছুক মহিষারঘোপ এলাকার এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় পরিত্যক্ত সাহা বাড়িতে সন্ধ্যা নামলেই মাদকসেবিদের আড্ডা জমে। এদের কারণে বাড়ি থেকে বের হতে ভয় লাগে।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। ওইসব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে ওই এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা নির্মূলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।’আরডি

কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।থানা সূত্রে জানা গেছে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল শনিবার ভোররাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ওই দুজনকে আটক করা হয়।অভিযানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ের লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।স্থানীয়ভাবে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব এবং রিপোর্ট একাত্তর ডটকম এই আয়োজনের সাথে থাকবে।শনিবার (১২ জুলাই) দুপুরে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান।তিনি আরো জানান, বাছাই করা প্রথম পাঁচজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেপ্টেম্বরে রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বরিশালসহ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।তিনি বলেন, সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা অংশ নেবে ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমন্বয়ক সাঈদ পান্থ এবং বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ জানান, জুনিয়র গ্রুপে ১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে।সিনিয়র গ্রুপে ১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে। প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি রাখা হয়েছে একশ টাকা। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স।এছাড়া আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা অনুষ্ঠানে যুক্ত সহায়তা দেবে। সংবাদ সম্মেলনে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায়সহ বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং রিপোর্ট একাত্তর ডটকমের সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘একদিনে এক লাখ গাছ’ কার্যক্রমের চারা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকার বিভাগীয় কমিশনারশ সরফ উদ্দিন আহমদ চৌধুরী।এ সময় মব জাস্টিস প্রশ্নে উপদেষ্টা আরও বলেন,  এখন যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর সঙ্গে সরকার বা সরকারি কোন লোক জড়িত না। যেখানেই মবের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি সেখানেই আসামি গ্রেপ্তার করছি। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় একদিনে সাভারে এক লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ নিলেও সাহস করে অনেকেই এগিয়ে আসেন না। উপদেষ্টা আরও বলেছেন, সাভারের আমিনবাজার ও মাতুয়াইলে সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল থেকে আবর্জনা পুরনো বন্ধ না হলে কখনোই ঢাকার বাতাস দূষণমুক্ত থাকবে না বরং দিন দিন তা বাড়তেই থাকবে। বৃক্ষরাজি কম থাকায় উষ্ণতা বেড়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি ।সাভারের কর্ণপাড়া ও তুরাগ খাল রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। এছাড়াও সাভারের চামড়া শিল্প নগরীর কারণে দূষণের দরূণ এটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনতা থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।পরে তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের  চারা তুলে দেন। উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করে এর উদ্ভোধন ও করেন।এসকে/এইচএ

মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ আমিনুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বহুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর উপজেলার বহুরিয়া ২ নম্বর ওয়ার্ডের আবুল সিকদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বহুরিয়া গ্রামের আমিনুর গোপনে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

শশুর বাড়ির রেইনট্রি গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ

বরগুনার তালতলীতে শশুর বাড়ির সামনে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া এলাকার মৃত আজাহার মোল্লার ছেলে ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার জয়দেব ব্যাপারীর জামাতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ শনিবার সকালে শশুর বাড়ির সামনে রেইনট্রি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমানের মরদেহ দেখতে পান। এ সময় শশুর বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’এআই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*