আ’লীগ-বিএনপি সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে ও শুক্রবার দুপুর পর্যন্ত চলে এ সংঘর্ষ। এসময় প্রায় ১২০টি ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর ও লুটপাট চালানো কয়েকটি বসতবাড়িতে।

খোঁজ নিয়ে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে সাদিকুল ইসলাম, আমিরুল ইসলামসহ কয়েকজন সংঘবদ্ধভাবে স্থানীয় বিএনপি কর্মীদের বাড়িতে ককটেল নিক্ষেপ করে লুটপাট করে। বিএনপি কর্মী রাসেল আলী ও পাভেলসহ কয়েকজনের বাড়িতে এ হামলা-লুটপাট হয়। পরে বিএনপি কর্মী-সমর্থকরাও মুখোমুখি সংঘর্ষে জড়ান। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আলি হাসান জানান, ইসলামপুর ইউনিয়নে এখনো আওয়ামী লীগ নেতাদের দাপট রয়েছে। এখানকার আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বারবার ককটেল হামলা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তারা বিদেশি পিস্তল ও ককটেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। শুক্রবার সকালেও কয়েকজন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে ইউপি সদস্য জিয়াউর রহমানের লোকজন। এ নিয়ে সংঘর্ষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, গ্রুপিং কোন্দলের কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতেই ককটেল বিস্ফোরণের খবর পেয়েছিলাম। সকাল থেকে থেমে থেমে আবারও শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।

তিনি আরও বলেন, দুই গ্রুপ মুখোমুখিও হয়েছিল, দুই গ্রুপ থেকেই ককটেল বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*