যে কারনে বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষার্থী

২৫ বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরেও হাল ছাড়েননি আব্দুল হান্নান। দীর্ঘ বিরতির পর ফের পড়াশোনায় মনোযোগী হয়ে মেয়ে হালিমা খাতুনের সঙ্গেই এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন ৪০ বছর বয়সী এই ব্যক্তি।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি। এরপর সংসার জীবনের চাপে আর লেখাপড়া করা হয়নি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে জানাজানি হলে এলাকাজুড়ে প্রশংসিত হন তিনি। এ বছর বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

এই বয়সে পড়াশোনার কারণ জানতে চাইলে আব্দুল হান্নান বলেন, এসএসসি পাসের প্রবল ইচ্ছা থেকেই ২০২১ সালে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি।

এসএসসি পরীক্ষার সময় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল হান্নান। তবে লেখাপড়ার খরচ যোগাতে এখন তিনি চায়ের দোকান ভাড়া দিয়ে নিজের জমিজমা দেখাশোনা ও কৃষিকাজ করছেন। আব্দুল হান্নানের স্বপ্ন, তিনি ও তাঁর মেয়ে একসাথে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করবেন।

আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তাঁর সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*