আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করলেন সেই আনিসা

মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারা রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিচ্ছেন।

Pause

Mute
Remaining Time -9:15
Unibots.com
সোমবার (২৯ জুন) কিছুটা আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করেছেন তিনি। এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসির প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি তিনি। পরীক্ষার দিন সকালে হঠাৎ তার মা অসুস্থ হওয়ায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসেন আনিসা। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। পরে শিক্ষা উপদেষ্টা জানান, তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।

মায়ের অসুস্থতার পাশাপাশি নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামলে আনিসা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*