এক রাতেই ;সে;ক্স; টয়ের বিক্রি বাড়িয়ে দেন কিয়ারা! উত্তেজনায় ব্যবসায়ীরা…

একটি শর্ট ফিল্মের থেকে ভাইরাল হওয়া কয়েক মিনিটের একটি ক্লিপ। কিন্তু সেই ক্লিপই যে রাতারাতি বদলে দেবে কিয়ারা আডবাণীর জীবন, তা হয়তো নিজেও ভাবেননি তিনি। তবে হয়েছিলেন তেমনটাই। শুধু কি তাই? আনন্দে-উত্তেজনায় চোখে জল চলে এসেছিল ব্যবসায়ীদের। সেই অজানা তথ্যই ফাঁস করেছেন প্রযোজক সোমেন মিশ্র, যিনি ধর্ম প্রযোজনা সংস্থার এক উল্লেখযোগ্য পদে আসিন। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থোলজির অন্যতম ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী ও ভিকি কৌশল।

ওই শর্ট ফিল্মে একটি দৃশ্য ছিল। যেখানে দেখানো হচ্ছে পরিবারের সামনেই ‘অরর্গাজম’-এর মেতেছেন কিয়ারা। ছবিটির ওই দৃশ্য বিপুল হারে ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। বলিউডে সে সময় স্বল্প পরিচিত কিয়ারাও রাতারাতি হয়ে ওঠেন সেনসেশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৮ সালের সেই ঘটনার কথা মনে করেই সোমেন বলেন, “এক সাইট রয়েছে। যারা অ্যাডাল্ট টয় বিক্রি করে। তাঁরা জানান, ওদের নাকি বিক্রি ব্যাপক হারে বেড়ে যায়। মানুষ ‘কিয়ারা আডবাণী ভাইব্রেটর’, ‘কিয়ারা আডবাণী সেক্সটয়’ লিখে খুঁজতে থাকেন। প্রায় ৫০ থেকে ৫০ শতাংশ বিক্রি বাড়ে তাঁদের।” আনন্দে চোখে জল চলে আসে ব্যবসায়ীদেরও।

সোমেন যোগ করেন, “ওঁরা আমায় বলেন, ‘আপনারা নিজেও জানেন না লাস্ট স্টোরিজ আমাদের ব্যবসার ঠিক কতটা উপকার করেছে”। তাঁর কথায়, “এর আগে দেখেছি ছবির দ্বারা ফ্যাশন প্রভাবিত হয়, কখনওই ভাবিনি ভাইব্রেটর সেই ক্ষমতা আছে।” তবে লাস্ট স্টোরিজে প্রথমে কিয়ারার অভিনয় করার কথা ছিল না মোটেও। করণ জোহরের প্রথম পছন্দ ছিলেন কৃতি শ্যানন। কিন্তু তিনি রাজি হননি। সেই কথা ‘কফি উইদ করণ’-এ এসেই জানিয়েছিলেন কৃতি। তিনি জানান, হস্তমৈথুনের দৃশ্যে তিনি অভিনয় করেনম তা একেবারেই চাননি তাঁর পরিবার। সেই কারণে তিনি সরে আসেন, সিনে আসেন কিয়ারা। কিয়ারার জীবনে কিন্তু ওই ছবিই মোড় ঘোরানো। এর পর থেকেই একের পর এক প্রজেক্ট মিলতে থাকে তাঁর। বলিউড খুঁজে পায় সম্ভাবনাময় এক নায়িকাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*