এবার না ফেরার দেশে চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল যত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেল আরও এক শিক্ষার্থী—সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩)। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। বাবা মো. হাবিবুর রহমানের দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবারসহ তারা উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করতেন।

জারিফের মৃত্যু নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালি দগ্ধ হওয়াসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে লাইফ সাপোর্টে ছিল এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ডা. শাওন আরও জানান, “এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ১৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৩৯ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা আইসিইউতে রয়েছেন।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন এবং ৩৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ৮ জন ঢাকা সিএমএইচে এবং বাকিরা শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*