
বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফরিদিকে। গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়েছে। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন; সিআইডি সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিল।
আফরি্দিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কন্টেন্ট ক্রিয়েটর সাইমের অভিযোগ, আড়াই বছর আগে একটি কন্টেন্ট তৈরি করার সময় ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে এক ঘণ্টা ধরে নির্মমভাবে পেটিয়েছিলেন। একই সঙ্গে তার হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, পুরো সময় ভিডিও কলে আফরিদি যুক্ত ছিলেন।
এছাড়াও, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা প্রকাশ করেছেন যে, আফরিদি এই ধরনের আচরণ বহু মানুষের সঙ্গে করেছেন, এমনকি যাদের সঙ্গে তিনি এক প্লেটে খাবার খেয়েছেন তাদের সাথেও। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
গ্রেফতারের সময় আফরি্দি আদালতে জানিয়েছিলেন, “আমি পালাবো না। কোরআনের কসম, আমি ওমরা করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”
এর আগে, একই মামলায় গ্রেফতার করা হয়েছিল আফরিদের বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে।
Leave a Reply