শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাত বার জন্ম নিলেও একজন হাসনাত হতে পারবে না!

জুলাই বিপ্লবের সিপাহসালার হাসনাতকে নিয়ে কটূক্তির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির নেত্রী ব্যারিষ্টার রুমিন ফারহানা সম্প্রতি হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে আক্রমণ করেন। ওই পোস্টে আলো আসবেই গ্রুপের কর্মী শাওন একই সুরে মন্তব্য করলে, তার সঙ্গে যুক্ত হয়ে আরেকজন জহিরুল ইসলাম মামুন (যিনি সামাজিক মাধ্যমে ‘জ ই মামুন’ নামে পরিচিত) হাসনাতকে ‘বান্দির পুত’ বলে কটূক্তি করেন।

এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন,

“শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাত বার জন্ম নিলেও একজন হাসনাত হতে পারবে না। হাসনাত, আসিফ কিংবা সাদিকের মতো সাহসী নেতৃত্বের জায়গায় পৌঁছানো তার পক্ষে অসম্ভব।”

পিনাকী অভিযোগ করে বলেন, যারা আজ হাসনাতকে নিয়ে কটূক্তি করছে, তারাই আসলে জনগণের রক্ত দিয়ে বাঁচা আন্দোলনকে অবমূল্যায়ন করছে। তিনি বলেন,

“শেখ রুমিন যেই গর্ত থেকে ‘প্লট প্লট’ বলে চিৎকার করত, সেই গর্ত থেকে রুমিনদের উদ্ধার করেছে হাসনাতরা। অথচ আজ সে বাকশালিদের ভাষা ধার করে বিপ্লবীদের আক্রমণ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, রুমিন ফারহানা বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বী গ্রুপের ভয়ে বি. বাড়িয়ায় প্রবেশ করতে পারেন না। অথচ আজ আওয়ামীপন্থীদের সঙ্গে সুর মিলিয়ে হাসনাতকে চোখ রাঙাচ্ছেন। পিনাকীর ভাষায়,

“তুমি যদি এতই যোগ্য হও, তবে ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করো, বাংলাদেশের বিপ্লবীদের হেয় করার অধিকার তোমার নেই।”

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের বেয়াদবির জবাব কড়ায় গণ্ডায় দেওয়া হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*