অবশেষে ফজলুর রহমানের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএনপির!

জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে বারবার ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ (স্মারক নম্বর: বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) জারি করা হয়। তিনি সরাসরি জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টার সময় দেওয়া হয় (স্মারক: বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫)। তবে আজ (২৬ আগস্ট) দেওয়া তার লিখিত জবাবকে ‘অসম্পূর্ণ ও অসন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, “তথাপিও, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তার সব ধরনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।”

একইসঙ্গে তাকে সতর্ক করে বলা হয়েছে, “এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে—সে বিষয়ে সর্বদা সচেতন থাকতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*