হঠাৎ করে আবারও এনসিপি ৪ নেতার পদত্যাগ

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চারজন নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা পদত্যাগ করেন।

পদত্যাগ করা নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

আলাদা লিখিত আবেদনে বলা হয়, আমি এ দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি স্বেচ্ছায় সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে আপনাকে (নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্নয়কারী ফাইজুল ইসলাম) বিনীতভাবে অনুরোধ করছি।

আরও পড়ুনঃ একাত্তরে গণহত্যা: পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ
আরও পড়ুনঃ জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত
এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান বলেন, পদত্যাগপত্রটি আমরা চারজন জমা দিয়েছি। সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন বলেন, পদত্যাগের বিষয়টি আমার এখনো জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানতে চেষ্টা করছি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*