২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

কর্মব্যস্ত জীবনের ভিড়ে সাপ্তাহিক ছুটি অনেক সময়ই কেটে যায় ঘরোয়া বা ব্যক্তিগত কাজে। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলে গেলে তৈরি হয় অবকাশযাপনের অনন্য সুযোগ। এজন্য সারা বছরই চাকরিজীবীরা অপেক্ষা করেন—কবে আসবে সেই কাঙ্ক্ষিত ছুটি।

বছরের বড় ছুটি শেষ, সামনে অপেক্ষা কয়েকটি

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের প্রথম আট মাসেই চাকরিজীবীরা পেয়েছেন স্মরণীয় কিছু ছুটি। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছিল সবচেয়ে দীর্ঘ ছুটি।

ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছিল টানা ৯ দিনের ছুটি।

ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চাকরিজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি।

এমন দীর্ঘ ছুটি সাম্প্রতিক বছরগুলোতে বিরল ছিল। তাই বছরের শেষভাগের অবশিষ্ট ছুটি নিয়েও আগ্রহ রয়েছে সবার।

এ বছর বাকি সরকারি ছুটি (সেপ্টেম্বর-ডিসেম্বর)

২০২৫ সালে অবশিষ্ট সরকারি ছুটি

তারিখ বার উপলক্ষ ছুটির ধরন
৬ সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) সাধারণ ছুটি
১ অক্টোবর বুধবার দুর্গাপূজা নির্বাহী আদেশে ছুটি
২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজা সাধারণ ছুটি
১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবস সাধারণ ছুটি
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) সাধারণ ছুটি

টানা ছুটির বাড়তি স্বাদ

দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি (৩ ও ৪ অক্টোবর) যোগ হয়ে মিলবে টানা চার দিনের ছুটি।একইভাবে বড়দিন বৃহস্পতিবার পড়ায়, অনেকেই শুক্রবার মিলিয়ে টানা তিন দিনের অবকাশ কাটাতে পারবেন।

অতএব, বছরের প্রথম ভাগে দীর্ঘ ঈদের ছুটি উপভোগের পর, বছরের শেষভাগেও অপেক্ষা করছে পাঁচ দিনের সরকারি ছুটি—যার মধ্যে রয়েছে টানা বিশ্রামের সুযোগও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*