
বাংলাদেশের আকাশে রোববার (২৪ আগস্ট) কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এদিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।
ঈদে মিলাদুন্নবী কী?
আরবি শব্দ ‘ঈদে মিলাদুন্নবী’র অর্থ হলো— মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল দিনটিকে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করে থাকেন। কারণ এই দিনেই বিশ্বনবী (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে ইন্তেকালও করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট
ইতিহাস অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল দিনেই তিনি মৃত্যুবরণ করেন। ফলে মুসলমানদের কাছে এ দিনটি একই সঙ্গে জন্ম ও ওফাত দিবস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবী (সা.) দিন সাধারণ ছুটি পালিত হয়। দিনটি উপলক্ষে দেশের মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply