এইমাত্র পাওয়া: বিএনপি-এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি ও মারামারি!

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে শুনানি চলাকালে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, মারামারি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে শুনানির সময় এ ঘটনা ঘটে। এতে এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। তারা হলেন— প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।

এনসিপি নেতা আমিনুল হক চৌধুরীর দাবি, রুমিন ফারহানার অনুসারীরাই তাদের ওপর আক্রমণ করেছে। তবে রুমিন ফারহানা বলেন, প্রথমে এনসিপি কর্মীরা তাদের ধাক্কা দেয়, এরপর তার অনুসারীরা পাল্টা প্রতিক্রিয়া দেখায়।

নেতাকর্মীদের পেটানোর অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা আরও বলেন, “তারা এনসিপি-জামায়াত ছিল নাকি গুন্ডা-মাস্তান ছিল, সেটা আমরা দেখিনি।”

এসময় উপস্থিত ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চেষ্টা করেও দুই পক্ষের সংঘর্ষ থামাতে ব্যর্থ হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*