ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি কবে?

ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি কবে?

আরবি বর্ষপঞ্জিকার তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাঁর ওফাত (ইন্তেকাল) হয়। এজন্য মুসলিমরা ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বা মহানবী (সা.) এর জন্মোৎসব পালন করে থাকেন।

দিনটি উপলক্ষে দেশে একদিনের সরকারি ছুটি থাকে। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী দেশে কবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি থাকছে, সে বিষয়টি জানা যাবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এ ক্ষেত্রে রোববার চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে। এ হিসাবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১২ রবিউল আউয়াল পালিত হবে। আর যদি রোববার চাঁদ দেখা না যায় তবে সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে কিংবা ফ্যাক্স- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, হিজরি ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩ বছর বয়সে একই তারিখেই তার ওফাত (ইন্তেকাল) হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*