ডায়ালপ্যাড পরিবর্তনের ঝামেলায় পড়বেন না যেসব ফোনের ব্যবহারকারীরা

সম্প্রতিক সময়ে মোবাইল ফোনের ডায়ালপ্যাডের পরিবর্তন অনেকেই লক্ষ্য করছেন। কিন্তু আপনি কি জানেন, সব মোবাইল ফোনেই এ পরিবর্তন হয়নি? কিছু মোবাইল ফোনেই এসেছে এ পরিবর্তন, কেন জানেন?

হঠাৎ ডায়ালপ্যাডের পরিবর্তনের পেছনে কারণ হিসেবে রয়েছে ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা। আর ফোনের এ আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন আনছে গুগল।

ফোন অ্যাপে নিয়মিত আপডেট করতে ‘গুগল ডায়ালার’ চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করেছে। আর এ কারণেই কিছু কিছু মোবাইল ফোনের ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে পরিবর্তন।

তবে সব মোবাইল ফোনেই এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, যে সমস্ত স্মার্টফোন ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে শুধু সেসব মোবাইল ফোনেই এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

যেসব ফোনের ডায়ালপ্যাড পরিবর্তন হয়নি

যেসব মোবাইল ফোন কল ডায়ালের জন্য ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে যেমন রিয়েল মি, অপো, ওয়ান প্লাস, মোটোরোলা, রেডমি প্রতিষ্ঠানের মোবাইল ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে।

কিন্তু ভিভো, স্যামস্যাং, আইফোনের ডায়ালপ্যাডে এ পরিবর্তন দেখা যাচ্ছে না। কারণ এসব প্রতিষ্ঠানের মোবাইল ফোনগুলোতে ‘নিজস্ব ডায়ালার’ ব্যবহার করা হয়। ‘গুগল ডায়ালার’র ব্যবহার না করায় এসব ফোনের ডায়ালপ্যাডে কোনো পরিবর্তন হয়নি।

ডায়ালপ্যাডে পরিবর্তন চাইলে করণীয়

যাদের মোবাইল ফোনে প্রতিষ্ঠানের নিজস্ব ডায়ালার রয়েছে তারা যদি ‘গুগল ডায়ালার’র পরিবর্তন উপভোগ করতে চান তবে তারা ফোনের সেটিংয়ে ‘গুগল অটো আপডেট’ অপশন অন করে দেখতে পারেন।

পরিবর্তন ভালো না লাগলে কী করবেন

‘গুগল ডায়ালার’র কারণে ফোনপ্যাডের পরিবর্তন যাদের ভালো লাগছে, তারা এ পরিবর্তন উপভোগ করুন। কিন্তু যারা অনভ্যস্ত বা এ পরিবর্তন যাদের ভালো লাগছে না তারা মোবাইল ফোনের ডায়ালপ্যাড আগের মত করে নিতে পারেন।

এরজন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘গুগল ডায়ালার’ বা ‘ফোন বাই গুগল’সার্চ করে লেটেস্ট আপডেটটা ‘আনস্টল’করুন। আগের মতো হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*