‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় নির্বাচনী আমেজে সরগরম ঢাবি ক্যাম্পাস।

বুধবার (২০ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র জমা দেয়ার কাজ সম্পন্ন হলেও ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এখনও শুরু হয়নি। তবে এর মধ্যেই সামাজিকমাধ্যমে অভিনব প্রচারণার মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।

আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থিতার (স্বতন্ত্র) ঘোষণা দিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আশিক। বুধবার রাতে দেয়া পোস্টের সাথে ব্যতিক্রমধর্মী একটি পোস্টারও যুক্ত করে দেন তিনি।

পোস্টারে দেখা যায়, প্লাস্টিকের একটি চেয়ারে পায়ের ওপর পা তুলে হেলান দিয়ে বসে আছেন আশিক। চোখে সানগ্লাস, হাতে লাইটার আর ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঢাবি শিক্ষার্থীকে দেখে মনে হতে পারে– গ্যাংস্টার সিনেমার সাক্ষাৎ কোনো ক্যারেক্টার!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*