এইমাত্র পাওয়া: গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রহমান শিকদার নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান শিকদার বলেন, গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদরে দায়িত্ব পালন করেছি। তিনি আরও বলেন, বর্তমানে আমি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যায় রয়েছি।

যে কারণে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করার পাশাপশি আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে সরে দাঁড়ালাম। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*