অ্যানার এক রাতের ইনকাম ৮ লাখ টাকা

সামান্য স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের আশায এবং চরম আর্থিক সংকট কাটিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার প্রত্যাশায় অনেকেই বাধ্য হয়ে দেহ ব্যবসায় নাম লেখান। তবে, এমনও যৌ*কর্মী আছেন যারা এই কাজ করে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন। এমনই একজন যৌ*কর্মী নাম অ্যানা।

২১ বছর বয়সী এই নারীর দাবি, তিনি দেহব্যবসা করে প্রতি রাতে আট লাখ টাকা আয় করেন। অ্যানার ক্লাযন্টেদের মধ্যে রয়েছেন অস্কার-জয়ী অভিনেতা, রাজনীতিবিদ, খেলোয়াড় কিংবা বড বড ব্যবসায়ীরা। নেটফ্লিক্সের একটি জনপ্রিয ওযবে সিরিজের অভিনেতা তার নিত্যদিনের কাস্টমার বলেও জানিযেেছন অ্যানা।

এমনকি ইউরোপিযান ফুটবলারদের মধ্যে অনেকের সঙ্গেই প্রায রাত কাটান তিনি। তবে তার ক্লাযন্টেদের তালিকায় অর্ধেকই ব্যবসায়ী। অ্যান আরও জানান, বর্তমানে তিনি একজন হলিউড অভিনেতার সঙ্গে ডেটিং করছেন, যে তার পেমেন্ট ছাড়াও ঘরের ভাড়া এবং শপিং-এর বিলও মেটান।

সাত মাস ধরে তার সঙ্গে মিশছেন তিনি। তবে তিনি নাকি বেশ ভদ্রলোক। এমনটাই দাবি অ্যানার। তাই তার সঙ্গে দীর্ঘদিন ধরে মিশে বেশ খুশি অ্যানা। বেশির ভাগ সমযই তিনি অনেক দামি দামি উপহার পেযে থাকেন। কেউ হয়ত তাকে ৩০ হাজার ইউরো দামের ব্যাগ দিলেন।

অ্যানা আরও জানিয়েছেন, যে ওয়েবসাইটে কুমারিত্ব বিক্রি করা যায়, সেখানে বিক্রি করতে চান তিনি। কারণ ভবিষ্যতে যে তাকে ছেড়ে চলে যাবে তার কাছে নিজের কুমারিত্ব বিকিয়ে দিতে চান না তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*