স্বামীর অ’স্বাভাবিক চাহিদা, রা’গের মাথায় গো.প-না.ঙ্গে কা’মড় তরুণীর

স্ত্রীর কামড়ের আঘাতে ঘটে রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের সদর কোতোয়ালি এলাকার টিকরাউলিতে। যৌ.না.ঙ্গে গুরুতর ক্ষত নিয়ে আপাতত কানপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন যুবক।

স্বামীর অস্বাভাবিক যৌন চাহিদায় বিরক্ত স্ত্রী, রাগের মাথায় স্বামীর পু.রু.ষা.ঙ্গে কামড় বসিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটালেন গিন্নি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে সদর কোতোয়ালি এলাকার টিকরাউলিতে। যৌ.না.ঙ্গে গুরুতর ক্ষত নিয়ে আপাতত কানপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন যুবক।

পুলিশের তরফে জানানো হয়েছে, স্ত্রীর আপত্তি সত্ত্বেও যুবক জোর করে অস্বাভাবিক যৌ.ন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন তরুণীকে। স্বামীর এই আচরণে বিরক্ত হয়ে তাঁর গো.প.না.ঙ্গে কামড় বসিয়ে দেন স্ত্রী। স্ত্রীর কামড়ের আঘাতে ঘটে রক্তারক্তি কাণ্ড। যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁর পরিস্থিতি দেখে ভর্তি করাতে চাননি। তাঁকে কানপুরের বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

২৮ তারিখ রাতের বেলা রাজু নি্ষাদের সঙ্গে তাঁর স্ত্রীর বিতণ্ডা হয়। গোটা ঝামেলাটাই ঘটে শরীরী মিলনকে ঘিরে। তার পরেই ২৭ বছর বয়সি রাজুর স্ত্রী তাঁর উপরে হামলা করেন বলে অভিযোগ। যুবকের পরিবারের তরফে হামিরপুর থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

হামিরপুর থানার পুলিশকর্তা অনুপ সিংহ জানিয়েছেন, রাজুর পরিবার তরুণীর বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়েছে। রাজুর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্য দিকে রাজুর স্ত্রী পুলিশকে জানিয়েছে রাজু রোজ মদ খেয়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালাতেন, তাই রাগের মাথায় রাজুকে কামড়ে দিয়েছেন তিনি। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*