ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের এই বিষয়ে বিশেষভাবে মনোযোগী

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই নয়াদিল্লি বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বিশেষ মনোযোগী—এমনটিও জানিয়েছেন তিনি।

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে বিজেপির এক সংসদ সদস্য জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র প্রদর্শন করেছে। মানচিত্রটিতে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে উল্লেখ করা হয়, এই গোষ্ঠী তুরস্কভিত্তিক সংগঠন ‘তার্কিশ ইউথ ফেডারেশন’-এর মদতপুষ্ট।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর বরাতে জানানো হয়, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়, যা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি বলে বাংলাদেশ জানিয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সরকার আরও স্পষ্ট করেছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো গোষ্ঠী দেশে কার্যকরভাবে বিদ্যমান নয়।

জয়শঙ্কর বলেন, “আমরা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার দিকগুলোতে বাংলাদেশকে ঘিরে আমাদের মনোযোগ রয়েছে এবং আমরা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*