ভারত থেকে ফিরতেই প্রভাবশালী ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার!

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে ৪টি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। গতকাল তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাফিকে জিজ্ঞাসাবাদে আন্দোলনের তহবিল, গোপন বৈঠক ও সীমান্তপথে যাতায়াত-সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র আরও জানায়, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*