এবার বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ দিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছেন। পূর্বঘোষিত একটি সমাবেশের স্থান পরিবর্তন করায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস লিখেন, আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির (NCP) পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

তিনি আরও লিখেন, আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরন ঘটবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*