এবার সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে যা বললেন সারজিস আলমের

২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন। পোস্টটিতে সারজিস আলম উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় প্রতি শনিবারই সেনাপ্রধান ঢাকা সিএমএইচে ভর্তি থাকা আন্দোলনে আহতদের দেখতে গেছেন। তাঁর এই নিয়মিত উপস্থিতি অন্যান্য উপদেষ্টাদের সম্মিলিত পরিদর্শনের চেয়েও বেশি বলে দাবি করেন তিনি।

সারজিস আলম আরও লিখেছেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে সিএমএইচে, যেখানে ব্যক্তি-প্রতি চিকিৎসা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে। আহতদের আর্থিক সহায়তা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনেও সেনাবাহিনীর ভূমিকাকে ‘উল্লেখযোগ্য’ বলে উল্লেখ করেন তিনি।

এনসিপি নেতা বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর আহতদের সহায়তায় সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। এই মানবিক দায়িত্ব পালনের জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*