ব্রেকিং নিউজ : সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর!

পারিবারিক ব্যয় কমিয়ে অনেকেই টিকে থাকার চেষ্টা করছে। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—সব খাতেই প্রয়োজনীয় খরচের বোঝা বইতে না পেরে মানুষ খরচ কমানোর সর্বাত্মক চেষ্টা করছে।

এমন পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে পে কমিশন গঠন করেছে সরকার। কিন্তু বেসরকারি খাতের বিপুলসংখ্যক চাকরিজীবীর বেতন বাড়াতে নেই কার্যকর উদ্যোগ, যা সামাজিক বৈষম্য আরো উসকে দেবে।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১০ বছর পর বেতন কমিশন হলো।

গত সরকারের সময়ে মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল। যদিও এটিকে গত মাসে ৮ শতাংশে নিয়ে আসা হয়েছে। কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় এখনো ঠিকমতো হয়নি। সে জন্যই সরকার মনে করছে, একটি বেতন স্কেল হওয়া উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*