
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদের (১৪) মরদেহবাহী ফ্রিজিং ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে গাজীপুরের মৌচাক এলাকায় সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত তানভীর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান নিশ্চিত করেন।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে ওসি আব্দুল মান্নান বলেন, ‘রাতে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার সময় মৌচাক এলাকায় ফ্রিজিং ভ্যানটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে আমরা মরদেহটি উদ্ধার করে অন্য একটি ফ্রিজিং ভ্যানে তুলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই।’
এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধারকাজ শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে।
এই দুর্ঘটনা আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
Leave a Reply