
রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের পাশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। উদ্ধার তৎপরতায় জড়িত সশস্ত্র বাহিনীর একটি ইন্টেলিজেন্স সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়ছেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আগামী ৩ থেকে ৭ দিনের এবং ক্ষেত্রেবিশেষে এক মাসের মধ্যে এই প্রাণহানি শতাধিক হতে পারে। ওই সূত্রটি বলছে, জেট বিমানটি ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। আর ঘটনাস্থলে যেহেতু অধিকাংশ ভিক্টিমই শিশু-কিশোর; তাই তাদের প্রতিরোধ ক্ষমতাও কম। সে হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা বেশি।
প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রাণহানির সঠিক সংখ্যা নির্ধারণ সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শিশুদের ফ্লুইড লস এবং ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে। তাই মৃত্যুর সংখ্যা এখনই বলা যাবে না।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান কলেজ ভবনে সরাসরি বিধ্বস্ত হয় বিমানটি। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Leave a Reply